গাছপালা

শীলকড়ই গাছ

প্রচলিত নাম : শীল কড়ই, সাদা শিরিষ

ইংরেজী নাম : White Sirish

বৈজ্ঞানিক নাম : Albizia procera Benth.

পরিবার : Leguminosae S.E. Mimosoideae

পরিচিতি : বিরাট আকারের পত্রমোচী বৃক্ষ, ৩০-৩৫ মিটার লম্বা হয়। কাণ্ড সোজা, শাখাবিহীন ও লম্বায় ২৪ মিটার পর্যন্ত হয়। মাঝের বেড় ২-২.৫ মিটার পর্যন্ত হয়। বাকল হলুদাভ-সাদা, মসৃণ ও সমান্তরাল দাগযুক্ত হয়। যৌগিক পত্র, পত্র অক্ষ ৩০-৩৫ সে. মি. লম্বা, উপ-পত্র ২-৬ জোড়া পত্ৰক ৪-১০ জোড়া থাকে এবং ২.৫-৬ x ১.৫-২.৫ সে. মি. লম্বাটে রম্বসাকৃতির। ফুল বৃন্তহীন, সাদাভ ও অসংখ্য। ফল পড, পাকলে বাদামী হয়, ১০-২০ সে. মি. লম্বা ও চ্যাপ্টা হয়।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র দেখা যায় ও লাগানো হয়।

ফুল ফোটার সময় : মে- সেপ্টেম্বর।

বীজ সংগ্রহ : জানুয়ারী-এপ্রিল।

বীজের ওজন : কেজিতে ২২,০০০টি।

সাধারণ ব্যবহার : সার কাঠ বাদামী রংয়ের। কাঠ মোটামুটি শক্ত দৃঢ়, টেকসই ও ভারী। ওজন ৭০০ কেজি/ঘনমিটার। ভাল পালিশ নেয়। বিধায় আসবাবপত্র নির্মাণে বহুল ব্যবহৃত হচ্ছে। নির্মাণ কাজ, ঘরের কড়ি, বরগা, বীম, দরজা-জানালার পাল্লা, চিনিকলে, গরুর গাড়ীর চাকা, ডোঙ্গা, নৌকা, দাড়, কৃষি উপকরণ খোদাই কাজ, পেঁকি ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। পাতার গোড়া কীটনাশক, পাতা ও বাকল গ্রাম্য ওষুধে ও পাতা গরুর উপাদেয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *