প্রচলিত নাম : শিশু
ইংরেজী নাম : Sissoo
বৈজ্ঞানিকা নাম : Dalbergia sissoo Roxb.
পরিবার : Leguminosae S.E. Papillionaceae
পরিচিতি : মাঝারী আকারের পত্রঝরা বৃক্ষ, ৩০ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। শাখাযুক্ত গোলাকৃতি কাণ্ড ১০ মিটার লম্বা ও ১ মিটার পর্যন্ত বেড় হয়ে থাকে। বাকল ধূসর লম্বা ফাটলযুক্ত ও অমসৃণ। যৌগিক পত্র, পর্যায়ক্রমিক, পত্রক ৩-৫টি। ফুল হলুদাভ-সাদা ও ছোট। ফল পড়, লম্বা বোঁটাযুক্ত, পাতলা ও পাকলে খড়ের বর্ণের হয়।।
বিস্তৃতি : দেশের সর্বত্র দেখা যায়। তবে দেশের উত্তরাঞ্চলে ভাল জন্মে।
ফুল ফোটার সময় : ফেব্রুয়ারী-মার্চ।
বীজ সগ্রহ : অক্টোবর-ফেব্রুয়ারী ।
বীজের ওজন : কেজিতে ৫৩,০০০টি বীজ হয়।
সাধারণ ব্যবহার : সার কাঠ হালকা বাদামী বর্ণের, হালকা গাঢ় রংয়ের দাগ পর পর সাজানো থাকে। কাঠ শক্ত, দানা খুবই ঘন, ভারী, দৃঢ় ও টেকসই। কাঠ ভাল পালিশ নেয়। ওজন ৮৩০ কেজি/ঘনমিটার। কাঠ সহসা শুকায়। আসবাবপত্র, খুঁটি, গাড়ীর চাকা, খোদাই শিল্প, খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র, নির্মাণ কাজে, কেবিনেট কাজে, ক্রিকেট স্ট্যাম্প, টেনিস রেকেট, প্রিন্টিং ব্লক তৈরীতে কাঠ ব্যবহৃত হয়। এছাড়া শিকড় থেকে চুরুট পাইপ তৈরী হয়।