শিরিষ গাছ
প্রচলিত নাম : শিরিষ
ইংরেজী নাম : Siris, Black Siris, Parrot Tree.
বৈজ্ঞানিক নাম : Albizia lebbeck (Linn.) Benth.
পরিবার : Leguminosae S.F. Mimosoideae
পরিচিতি : বড় আকারের পত্র হরিৎ বৃক্ষ, ৩০ মিটার উঁচু হয়ে থাকে এবং ব্যাস ১-১.৫ মিটার পর্যন্ত হয়। বাকল বাদামী ধূসর, খসখসে ও অনিয়মিত ফাটলযুক্ত। যৌগিকপত্র, পত্রাক্ষ ১০-১৫ সে. মি. লম্বা হয়, উপপত্র ২-৪ জোড়া, পত্রক ৩-১০ জোড়া, ২.৫-৩ x ১.৫-২ সে. মি.। ফুল সাদা, গ্লোবুজ মাথা বিশিষ্ট। ফল পড, ১০-৩০ সে. মি. লম্বা হয় এবং পাকলে হলুদাভ হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র দেখা যায় ও লাগানো হয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে ভাল জন্মে।
ফুল ফোটার সময় : মার্চ-এপ্রিল।
বীজ সংগ্রহ : জানুয়ারী-ফেব্রুয়ারী।
বীজের ওজন : প্রতি কেজিতে ৮০০০-১২০০০টি বীজ হয়।
সাধারণ ব্যবহার : কাঠ গাঢ় বাদামী বর্ণের, শক্ত, দৃঢ়, ভারী ও মোটামুটি টেকসই। ওজন ৬৫০ কেজি/ঘনমিটার । ভাল পালিশ নেয়। আসবাবপত্র, গৃহনির্মাণ, রোলার, কৃষি উপকরণ, আখমাড়াই কলে, নৌকা, গাড়ী, খেলনা, খোদাই ও টার্নিরিতে ব্যবহৃত হয়। পাতা উত্তম পশুখাদ্য, জ্বালানী হিসেবে ডালপালা ব্যবহার করা যায়।