ভেরিকোসিল
স্ক্রোটামের বাহ্যিক ভেইন সমূহ আকারে বড় হয়ে যাওয়াকে ভেরিকোসিল (Varicocele) বলা হয়। এ ক্ষেত্রে স্ক্রোটামে বেদনা হতে পারে। পেটের অভ্যন্তরে ভেইনের প্রতিবন্ধকতা, অনেক্ষণ দাড়িয়ে থাকা ইত্যাদি কারনে এটি হতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত একজন সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”varicocele-alo”]
[videogallery id=”varicocele-harbal”]