হাইড্রোসিল
টেস্টিস-এর প্রসেস ভ্যাজাইনালিসের (আবরণ) যেকোন অংশে সাধারণত টিউনিকা ভ্যাজাইনালিসে অস্বাভাবিক সেরাস ফুইড জমে যাওয়াকে হাইড্রোসিল (hydrocele) বলা হয়। সাধারণ ভাষায় একে একশিরাও বলা হয়ে থাকে।
জন্মগত ত্রুটি, ইনফেকশন, ক্যান্সার ইত্যাদি কারনে এটি হতে পারে। হাইড্রোসিল হলে স্ক্রোটামের স্ফিতাবস্থা দেখা যায় যা একদিকেও হতে পারে আবার দুই পাশেও হতে পারে। স্ফিতাবস্থার হ্রাস করন সম্ভব নয় (অর্থাৎ হাঁচি কাশি ইত্যাদিতে হ্রাস পায়। বেদনা থাকতে ও পারে আবার নাও পারে। কোন অস্বাভাবিক পিন্ড হাতে অনুভূত হয় না। হাতে ধরলে কোমল অনুভূত হয় ( ভেতরে তরল পদার্থ আছে বলে মনে হয়)।
এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত একজন সার্জারী বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।