এনাটমি ও ফিজিওলজি

ইউরেথ্রা বা মূত্রনালী 

ইউরেথ্রা বা মূত্রনালী

মেল ইউরেথ্রা বা পুরুষ মূত্রনালী

মেল ইউরেথ্রা (male urethra) বা পুরুষ মূত্রনালী হলো একটি মেমব্রেনাস ক্যানাল (ঝিল্লিময় পথ) যেখান দিয়ে মূত্র ও সেমিনাল ফ্লুইড (বীর্য) বাহিরে নিস্কাশিত হয়।

 

অবস্থান

মেল ইউরেথ্রা ইউরিনারী ব্লাডারের ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস (আভ্যন্তরিন মুত্রনালী রন্ধ) হতে পেনিসের (পুরুষাঙ্গের) প্রান্তের ইউরেথ্রাল অরিফিস (র) পর্যন্ত পুরুষ মূত্রনালী বিস্তৃত।

 

প্রোপ্রোবৈশিষ্ট্য

আকার: দৈর্ঘ্য: ১৮-২০ সেমি। প্রসস্ত: গড়ে ৬ মিমি (৪-৮ মিমি)। তিনটি অংশ

(১) প্রোপ্রোস্টেটিক অংশ- ৩ সেমি।

(২) মেমব্রেনাস অংশ- সম্মুখ দেয়াল: ২ সেমি, পশ্চাৎ-১.২৫ সেমি।।

(৩)স্পঞ্জি বা পিনাইল অংশ- ১৫ সেমি।

 

দুটি স্ফিংকটার (দ্বার):

(১) ইন্টারনাল বা আভ্যন্তরিন: অনৈচ্ছিক

(২) এক্সটার্নাল বা বাহ্যিক: ঐচ্ছিক।

 

আভ্যন্তরিন ভাগ তিন ধরনের এপিথেলিয়াম দ্বারা আবৃত।

 

ফিমেল ইউরেথ্রা

ফিমেল ইউরেথ্রা (female urethra) বা স্ত্রী মূত্রনালী হলো একটি, মেমব্রেনাস ক্যানেল ( ঝিল্লিময় পথ) যার মধ্যে দিয়ে মূত্র বাহিরে নিস্কাশিত হয়। এটি মাত্র ৪ সেমি দীর্ঘ প্রস্থ ৬ মিমি।

 

অবস্থান

ইউরিনারী ব্লাডারের ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস (আভ্যন্তরিন মুত্রনালী রন্ধ্র) হতে পেরিনিামে দৃশ্যমান ভেস্টিবিউলে বিদ্যমান এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস (র) পর্যন্ত স্ত্রী মূত্রনালী বিস্তৃত। এটি তার উৎপত্তি স্থল হতে নিচের দিকে যায়।

 

বৈশিষ্ট্য

হল দৈর্ঘ ৪ সেমি se

প্রস্থ: ৬ সেমি

লুমেন: ইন্টার অলিফিসের নিকট অর্ধচন্দ্রাকৃতি, মধ্যভাগে আড়াআড়ি এবং এক্সটার্নাল অরিফিসে (বাইরের রন্ধ্র) উলম্ব।

একটি স্ফিংকটার

আভ্যন্তরিন ভাগ দুই ধরনের এপিথেলিয়াম দ্বারা আবৃত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *