এনাটমি ও ফিজিওলজি

ইউরিনারী ব্লডির বা মূত্রথলি 

ইউরিনারী ব্লডির বা মূত্রথলি

ইউরিনারী ব্লাডার (টত্রহধৎ ইষধফফবৎ) বা মূত্রথলি পেলভিসে অবস্থিত থলের মত দেখতে একটি অংগ যা মুত্রের অস্থায়ী আধার হিসেবে কাজ করে।

 

অবস্থান

খালি অবস্থায় ইহা পেলভিসের মধ্যেই অবস্থান করে। তবে পূর্ণ অবস্থায় ইহা উপরের দিকে বৃদ্ধি পেয়ে আম্বিালক্যাল অঞ্চল পর্যন্ত পৌছাতে পারে।খালি অবস্থায় এটি হাইপোগ্যাস্ট্রিক অঞ্চলে অবস্থান করে।

 

 

বাহ্যিক বৈশিষ্ট্য (খালি অবস্থায়),

  • আকৃতি- চারকোণা বিশিষ্ট
  • ধারন ক্ষমতা- ১২০-৩২০মিলিলি
  • অংশ।

০ এপেক্স: সামনের দিকে সিম্ফাইসিস পিউবিসের উপরের অংশের

দিক নির্দেশ করে।

০ বেজ বা ফান্ডাস: পেছনের দিক ও নিচের দিকে নির্দেশ করে। আকারে ত্রিকোনাকৃতি।

০ গৃবা : ব্লাডারের নিচের অংশ। এখান থেকে ইউরেথ্রা শুরু ।

 

পৃষ্ঠ- তিনটি পৃষ্ঠ: (১) সুপেরিয়র বা উৰ্দ্ধ (২) ডান ইনফেরোলেটারাল (৩) বাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *