প্রচলিত নাম : তুত
ইরেজী নাম : Tuth.
বৈজ্ঞানিক নাম : Morus alba Linn.
পরিবার : Moraceae
পরিচিতি : ছোট আকারের চিরসবুজ গাছ। পাতা বিভিন্ন আকারের হয়, পত্রফলকের কিনার খাঁজকাটা থাকে। ফুল সবুজাভ। ফল পাকলে কালো হয়। ড্রোপও ৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়।
বিস্তৃতি : দেশের সর্বত্র তুত রেশম চাষে লাগানো হয়।
বীজ সংগ্রহ : মে-জুন।
বীজের ওজন : কেজিতে ৪,২৮,০০০টি।
সাধারণ ব্যবহার : পাতা রেশম পোকার খাদ্য ও আশ্রয়। পাতা গরু-ছাগলের উত্তম খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। কাঠ নরম, সেপ উড খেলাধুলার সরঞ্জাম, হকিস্টিক, টেনিস ও ব্যাডমিন্টন রেকেট, ক্রিকেট বেট, গৃহনির্মাণ, আসবাবপত্র, কৃষি উপকরণ, চায়ের বাক্স, রিল, পিকার, কার্ট স্পােক ইত্যাদিতে ব্যবহৃত হয়।