তুন
প্রচলিত নাম : সুরুজবেত
ইংরেজী নাম : Toon
বৈজ্ঞানিক নাম : Toona cilliata Roem.
পরিবার : Meliaceae
পরিচিতি : বৃহদাকার পত্রঝরা বৃক্ষ, ১০-২০ মিটার পর্যন্ত উঁচু হয়। পত্র পক্ষল যৌগিক, ৩০-৬০ সে. মি. লম্বা হয়। পত্রক ১০-১৫টি, বিপরীত বা একান্তর। পত্রক ৫-১২x১.৫-৫.০ সে. মি. হয়। পত্র ফুলকের কিনার খাঁজকাটা। ফুল পেনিকল, সাদা পিরামিডের মত, ছোট ও সুগন্ধিযুক্ত। ফল ক্যাপসুল এবং পরিপক্ক ফল ফেটে ছোট পাতলা পাখাযুক্ত বীজ বাতাসের সাথে উড়ে যায়। ফল ২.৫ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে বেশী পাওয়া যায় তবে বর্তমানে দেশের সর্বত্রই লাগানো হয় ।
বীজ সংগ্রহ : এপিল-মে।
বীজের ওজন : কেজিতে ৩,৫২,০০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ নরম, উজ্জ্বল, সাদা, হালকা মোটামুটি টেকসই এবং ঘূণে ও উই পোকায় নষ্ট হয় না। ওজন ৪৫০ কেজি/ ঘনমিটার । ভাল পালিশ নেয়। কাঠ প্যাকিং লাইনিং, প্যানেলিয়, কাপবোর্ড, আসবাবপত্র ঘরের সিলিং ও পাটাতন , দরজা-জানালার ফ্রেম ও পাল্লা, গাড়ী, ঘরের চাল, চায়ের বাক্স, প্লাইউড, নৌকা, মাস্তুল, দাড়, খেলনা, কার্ভিং, বাদ্যযন্ত্র, দিয়াশলাই ও রেকেট তৈরীতে ব্যবহৃত হয়।