ট্রাইকোমোনিয়াসিস
ট্রাইকোমোনিয়াসিস
ট্রাইকোমোনিয়াসিস (trichomoniasis) একটি প্রোপ্রোটোজোয়া ঘটিত যৌন রোগ। এই রোগে মূলত মহিলারাই বেশি আক্রান্ত হয়ে থাকেন। পুরুষ গন মূলত এই রোগের বাহক তবে স্বল্প কিছু ক্ষেত্রে পুরুষ আক্রান্ত হয়ে থাকে।
এই রোগটি মূলত প্রত্যক্ষ যৌনক্রিয়ার মাধ্যমে বিস্তার লাভ করে। তবে আক্রান্ত ব্যক্তির অন্তর্বাস থেকেও বিস্তার লাভ করতে পারে। এছাড়াও পানিতে সাতার কাটার মাধ্যমেও বিস্তার লাভ করতে পারে।
লক্ষণ
সাধারণত বিবাহিতদের মাঝেই এ সমস্যা বেশি দেখা যায়। এ ক্ষেত্রে বিগত ৪ সপ্তাহের মধ্যে যৌনক্রিয়ার ইতিহাস থাকে।
ক) মহিলাদের ক্ষেত্রে
প্রস্রাবে জ্বালাপোড়া, অস্বস্তি।
তলপেটে বেদনা।
যৌনক্রিয়ার সময় বেদনা, জ্বালাপোড়া, অস্বস্তি।
ভ্যাজাইনা (জননপথ) হতে স্রাব: সাদা অথবা সবুজাভ-হলুদ ফেনাযুক্ত স্রাব। স্রাবে দুর্গন্ধ থাকতে পারে।
পুরুষদের ক্ষেত্রে
তলপেট ও অন্ডকোষে বেদনা।
প্রস্রাবে জ্বালাপোড়া, বেদনা ।
বীর্যপাতের সময় জ্বালাপোড়া, বেদনা, অস্বস্তি।
চিকিৎসা
এ রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ কিংবা স্ত্রীরোগ বিশেষজ্ঞ (মহিলাদের ক্ষেত্রে) ডাক্তারের নিকট প্রেরণ করতে হবে।