চর্ম ও যৌন রোগ, নিরাপদ চিকিৎসা

হেপাটাইটিস-বি  

হেপাটাইটিসবি  

হেপাটাইটিস-বি (hepatitis B)একটি মারাত্মক সংক্রামক রোগ। পৃথিবীতে প্রতিবছর ১০-৩০ মিলিয়ন লোক নতুন করে এই রোগে আক্রান্ত হচ্ছে এবং মিনিটে প্রায় ২ জন হেপাটাইটিস-বি জণিত জটিলতায় মৃত্যুবরন করছে।

 

হেপাটাইটিস-বি ভাইরাস দ্বারা সংক্রমন হলে তাকে ভাইরাল হেপাটাটাইটিস-বি সংক্ষেপে হেপাটাইটিস-বি হিসেবে অভিহিত করা হয়।

 

লক্ষণ

একজন ব্যক্তি আক্রান্ত হওয়ার ৩০-১৮০ দিনের মধ্যে কোন লক্ষণ প্রকাশ নাও পেতে পারে। এমতাবস্থায় জীবানু সুপ্ত অবস্থায় থাকে তবে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য সুস্থ্য ব্যক্তিতে সংক্রমন ঘটাতে পারে। জীবানু সুপ্তাবস্থা থেকে সক্রিয় হয়ে গেলে দেহে লক্ষণ প্রকাশ লাভ করে। হেপাটাইটিস-বি এর প্রধান প্রাথমিক লক্ষণ জন্ডিস। এর সাথে আরও আনুষাঙ্গিক বেশ কিছু লক্ষণ যেমন- জ্বর, ক্ষুধামন্দা, বমিবমিভাব, বমি, পেট বেদনা ইত্যাদি।

 

চিকিৎসা

এ রোগ দেখা দিলে একজন এমবিবিএস চিকিৎসকের (গ্যাস্ট্রো-এন্টেরোলজিস্ট কিংবা হেপাটোলজিস্ট হলে উত্তম) পরামর্শ নিতে হবে।

 

হেপাটাইটিস বি চিকিৎসা সংক্রান্ত সতর্কীকরণ

আমাদের দেশে কিছু অসাধু, ভূয়া হোমিও এবং হার্বাল চিকিৎসক রয়েছেন যারা বিজ্ঞাপনের মাধ্যমে গ্যারান্টি সহকারে হেপাটাইটিস-বি রোগের চিকিৎসা দেয়ার কথা বলেন। এসকল বিজ্ঞাপনে HBs Ag নেগেটিভ করে দেয়ার কথা বলা থাকে, কেউ কেউ গ্যারান্টিও দিয়ে থাকেন। কখনোই এ ধরনের চিকিৎসকের চিকিৎসা নেয়া যাবে না, তাহলে এতে রোগী মারাত্নক ক্ষতি ও প্রতারনার শিকার হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *