প্রচলিত নাম : মহানিম, স্বর্গীয় গাছ ও মহারুক
ইংরেজী নাম : Tree of heaven
বৈজ্ঞানিক নাম : Ailanthus excelsa Roxb.
পরিবার : Simarubaceae
পরিচিতি : বৃহদাকার পাতাঝড়া বৃক্ষ, উচ্চতায় ২০-২৫ মিটার হয়। কাণ্ড বেশ মোটা, বাকল অমসৃণ, ধূসর রঙের দেখতে প্রায় শোনক গাছের ছালের মতো। কাঠ হলুদাভ সাদা। যৌগিকপত্র, পত্রদণ্ড ৩০-৬০ সে. মি. লম্বা এবং উভয় দিকে সমান্তরালভাবে ৮-১৪ জোড়া রোমশ পত্রক আছে। পত্রকগুলো ৮-১২ সে.মি. লম্বা ও কিনারা খাজ কাটা। ছালের গন্ধ সুন্দর।
বিস্তার : বাংলাদেশের সর্বত্র রাস্তার ধারে ছায়া ও শোভাবর্ধনকারী গাছ হিসেবে লাগানো হয়।
ব্যবহার্য অংশ : পাতা, ছাল ও আঠা।
ঔষধি ব্যবহার :
১) ছাল তিক্ত, বলকর, জ্বরঘু, কফনিবারক, বেদনানাশক ও সংকোচক।
২) আঠা চূর্ণ অল্প মাত্রায় ব্যবহারে আমাশয় ও ব্রঙ্কাইটিসে সুফল পাওয়া যায়। বিশেষ করে Antiamoeba hystolytica নাশক হিসেবে ব্যবহার্য।
৩) ব্রন ও চর্মরোগে পাতার বাটা লাগালে ভাল হয়।
৪) গ্রহণী অতিসার ও অজীর্ণ রোগে ২ গ্রাম ছালচূর্ণ দিনে ৩ বার করে খেলে নিরাময় হয়।