গলার পাশে / ঘাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি দেখা যাওয়া
এটি শিশুদের ক্ষেত্রে বেশি দেখা যায়। সাধারণত গুটিগুলো আকারে ক্ষুদ্র হয় ও নড়া চড়া করে এবং বেদনাহীন। এটি মূলত অপুষ্টি, নাক-কান-গলা-দাঁতের ইনফেকশন ইত্যাদি কারনে হতে পারে। তবে গুটিতে বেদনা হওয়া বড় কোন সমস্যাকে নির্দেশ করতে পারে।
যদি গুটিগুলো স্থির থাকে ও দৃশ্যমান ভাবে বড় হয় এবং সেখানে বেদনা থাকে তবে তা মারাত্বক কোন সমস্যা, ( যেমন- যক্ষা) দ্রুত একজন এমবিবিএস নাক কান গলা। অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলতে হবে ।
এর জন্য অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”tiny-lumps-alo”]
[videogallery id=”tiny-lumps-homeo”]
[videogallery id=”tiny-lumps-harbal”]
স্যার আমার ও এই সমস্যা যাবতো ২ দিন ধরে এই সমস্যা
গলা একটু উপরে দিকে এইরকম গুটি হইছে।
টিপ দিলে হাল্কা ব্যাথা করে
এ বিষয়ে সফল চিকিৎসা সম্ভব
আমাদের ঠিকানাঃ
ডাঃ এ আলম হোসাইনী –
HD হোমিও সদন, ১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা), ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা- 1203
রোগী দেখার সময়: শনি থেকে বৃহস্পতি বার দুপুর ১২ টা থেকে রাত ৮ টা।
ফোন: +8801978789494
অনলাইনে চিকিৎসা নেয়ার জন্যঃ https://hdhealth.org/hospital/frontend/appointmentLink?id=1
আপনার কি এই সমস্যা সমাধান হইছে
আজকে আমি লক্ষ্য করলাম কানের নিচে গলায় একটি গোটার মতো টিপ দিলে হালকা ব্যাথা আবার অনেক সময় ব্যাথা করে না,,।
আবার কানের পাশে ছোট ছোট কিছু ছত্রাকের মত কিছু হয়েছে সেখান থেকে পানি বের হয়,,,,। ডাক্তার দেখাইছি ওনারা বলছে গরমের কারণে হয়েছে,,,। একটি মলম দিয়েছেন।।।। ,,এখন আমার করণীয় কি,,,,, জানাবেন প্লিজ
আমার গলায় আর গারে ছোট ছোট গুটি বের হয়েছে করনিয় কি
আমার মেয়ের বয়স 10 । ওর গলার বাম পাশের মোটা শিরায় গোটার মতো দেখা যায়, তা চাপলে পিচলে যায়।