থায়রয়েড বড় হয়ে যাওয়া
গলার সামনের দিকের দুই পাশে থায়রয়েড নামক গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ড কখনো কখনো আকারে বড় হয়ে যায়। একে প্রচলিত ভাষায় গলগন্ড বা ঘ্যাগ বলা হয়। মূলত আয়োডিনের অভাবেই এই সমস্যা হতে পারে। তবে টিউমার কিংবা ক্যান্সার হলেও থায়রয়েড গ্ল্যান্ড আকারে বড় হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যা দেখা দিলে একজন নাক-কান-গলা চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট