কণ্ঠস্বরের বিকৃতি ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
কণ্ঠস্বরের বিকৃতি
সাধারন ল্যারিনজাইটিস, স্বরের অতি ব্যবহার (বেশি চিৎকার চেচামেচি করা) ইত্যাদি কারণে কণ্ঠ স্বরের বিকৃতি হতে পারে। আবার টিউমার ও ক্যান্সারের কারণও হতে পারে। অপরদিকে আকস্মিক ভাবে কণ্ঠ রোধ হওয়া (কোন ধ্বনি বের না হওয়া) মস্তিস্কের সমস্যা (সাধারণ ভাবেই স্ট্রোক) কে নির্দেশ করতে পারে।
সাধারন ল্যারিনজাইটিস, স্বরের অতি ব্যবহারের কারণে কণ্ঠস্বরের বিকৃতি হলে কুসুম গরম পানিতে সামান্য লবন দিয়ে দিনে ৩-৪ বার গড়গড়া করে কুলি করলে গলা ব্যথার উপশম হতে পারে। আদা উত্তম প্রাকৃতিক ঔষধ হিসেবে ক্রিয়া করে। তবে এ সমস্যা বেশিদিন থাকলে একজন এমবিবিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”distortion-of-voice-alo”]
[videogallery id=”distortion-of-voice-homeo”]