তেলসুর গাছ
প্রচলিত নাম : তেলসুর
ইংরেজী নাম : Telsur
বৈজ্ঞানিক নাম : Hopea odorata Roxb.
পরিবার : Depterocarpaceae
পরিচিতি : বৃহদাকার চিরসবুজ গাছ। বাকল কালো, লম্বালম্বি ভঁজ আছে। পাতা একান্তর ৬-১৩x৩-৬ সে. মি., লম্বাটে ও বল্লমাকৃতির হয়। পাতার গোড়ার দিক গোলাকার ও পত্র শীর্ষ সরু। কাণ্ড মোটামোটি সরল ও সোজা। পাতা মসৃণ ও উজ্জ্বল। ফুল হালকা হলুদ বর্ণের, অসংখ্য ৫টি পাপড়িযুক্ত, অপ্রতিসম, কাক্ষিক বা পেনিকল। ফল নাট, বোটার বতি খণ্ডিত, ফল ডিম্বাকতির পাখাযুক্ত ও একবীজ বিশিষ্ট।
প্রাপ্তিস্থান : পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনাঞ্চলে বেশী পাওয়া যায়। বর্তমানে দেশের সর্বত্র নার্সারীতে চারা করে লাগানো হচ্ছে।
বীজ সংগ্রহ : মে-জুন।
বীজের ওজন : কেজিতে ২৫০-২৭৫টি।
সাধারণ ব্যবহার : কাঠ খুবই শক্ত, ভারী, দৃঢ় ও টেকসই। ভাল পালিশ নেয়। কাঠ ঘূণে ও উইপোকায় নষ্ট করে না। কাঠ নির্মাণ কাজে, গরু-ঘোড়ার গাড়ী, তেল ও চিনির কলে, নৌকা, ডোঙ্গা, বীম, ঘরের কাঠামো, ঘরের মেঝে, পাইলিং, আসাবাবপত্র, জাহাজ, ব্লক, রেলওয়ে স্লিপার ইত্যাদি কাজে ব্যবহৃত হয়। এছাড়া, দরজা-জানালার ফ্রেমে বেশী ব্যবহার হয়ে থাকে।