তেজবুহল গাছ (গুড্রই, কস্তুরি)
প্রচলিত নাম : গুড্রই, কস্তুরি
ইংরেজী নাম : Tajbal
বৈজ্ঞানিক নাম : Cinnamomum cecidodaohne Meissn.
পরিবার : Lauraceae
পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের গাছ হয়। বড় আকারের পত্রমোচী বৃক্ষ, উচ্চতায় ২৫ মিটার পর্যন্ত হয়। মুকুট বড় আকারের এবং ধারালো প্রিকল দ্বারা আবৃত থাকে। পাতা যৌগিক, শাখা শীর্ষে গুচ্ছভাবে বিদ্যমান। পাতা ৩০-৬০ সে. মি. লম্বা হয়, পত্রক ১৬-২৫টি ও বিপরীত অবস্থান। ফুল ছোট, ৪ মেরাস, হালকা সবুজ অথবা হলুদ বর্ণের। বাকল ধূসর বর্ণের হয়।
বিস্তৃতি : বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল। এ প্রজাতির গাছের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
সাধারণ ব্যবহার : কাঠ সাদা ও মোটামুটি শক্ত বিধায় বিবিধ কাজে ব্যবহৃত হয়। বিশেষ করে আসবাবপত্র ও নৌকা তৈরীতে ব্যবহৃত হয়।