গাছপালা

তমাল গাছ

প্রচলিত নাম : তমাল

ইংরেজী নাম : Tamal

বৈজ্ঞানিক নাম : Diospyros montana Roxb.

পরিবার : Ebenaceae

পরিচিতি : মাঝারী আকৃতির পত্রহরিৎ বৃক্ষ উচ্চতায় ১৫ মিটার পর্যন্ত হয়। শাখায় প্রচুর কাঁটা আছে। পাতা একান্তর, ৪-১২x১.৫-৩.০ সে. মি., লম্বা ও বর্শাকৃতির হালকা হলুদ বর্ণের। বাকল মসৃণ ও ধূসর থেকে কালো বর্ণের হয়। ফুল বোঁটাহীন, সিল্কি, বৃতিযুক্ত, পাঁপড়ি পুরু ও কাইম। ফল ছোট, বেরি, গোল ও চ্যাপ্টা প্রায় ২-৪ সে. মি. ব্যাসের হয়।

বিস্তৃতি : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশী জন্মে। তবে বাংলাদেশের অন্যত্র ও লাগানো হয়।

সাধারণ ব্যবহার : কাঠ মোটামুটি শক্ত, দৃঢ় ও ভারী। কাঠ পালিশযোগ্য। ছোট আকারের আসবাবপত্র, কারুকাজ, ম্যাচকাঠি ও ম্যাচবাক্স, কৃষি উপকরণ, রেফটার ও জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *