প্রচলিত নাম : ঢাকিজাম
ইংরেজী নাম : Dhakijam
বৈজ্ঞানিক নাম : Syzygium grande (Wt.) Walop.
পরিবার : Myrtaceae
পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের চিরসবুজ বৃক্ষ । প্রায় ২৫ মি. পর্যন্ত উঁচু হয়ে থাকে। গাছের বেড় ১.৫-২.০ মিটার পর্যন্ত হয়। বাকল ধূসর সাদা বর্ণের কালো দাগযুক্ত। পাতা সরল, পূর্ণাঙ্গ, একান্তর, ১৫-২০x৫-১০ সে. মি. লম্বা ডিম্বাকৃতির, পত্ৰশীর্ষ সরু ও চিকন। পত্রফলক উজ্জ্বল সবুজ বর্ণের ও ১২-২০ টি শাখা শিরা আছে। পত্রবৃন্ত ২ সে.মি. লম্বা। পুষ্পবিন্যাস সাইম ও ফুল সবুজাভ সাদা বর্ণের। ফল বেরি, লম্বাটে, গোলাকার ও ৩-৪ সে. মি. লম্বা হয়।
বিস্তৃতি : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে পাওয়া যায় ও বাগান উত্তোলন করা হয়।
ফুল ফোটার সময় : এপ্রিল।
বীজ সংগ্রহ : মে- জুন।
বীজের ওজন : কেজিতে ১২০০-১৩০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভ ও লালাভ বাদামী বর্ণের, খুবই শক্ত দৃঢ় ও টেকসই। ওজন ৭১৬ কেজি/ঘনমিটার। কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র, নৌকা, ট্রলার, পাটাতন, আদল-রোয়া ও খুঁটি হিসেবে ব্যবহৃত হয়।