স্ট্রোক ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
স্ট্রোক
ব্রেইন-এর রক্ত সরবরাহের ঘাটতি জণিত কারণে ব্রেইন এর সেল ধ্বংস প্রাপ্ত হলে তাকে স্ট্রোক (stroke) বলা হয়।
রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে মস্তিস্কের অভ্যন্তরস্থ ক্ষুদ্র রক্তনালীগুলো ছিড়ে যায় এবং রক্তক্ষরন হয়। একে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। হেমোরেজিক স্ট্রোক এর লক্ষণ।
লক্ষণ নির্ভর করে রক্তক্ষরনের উপর। তবে সাধারনত
- উচ্চরক্তচাপ তৎসহ মাথা ব্যথা।
- চোখে ঝাপসা দেখা
- হঠাৎ করে কথা জড়িয়ে যাওয়া,
- অসংলগ্ন কথা বলা।
- মানুষজন চিনতে না পারা
- বিষমিষা, বমি,
- অচেতনতা।
- মুখ বেঁকে যাওয়া।
- দেহের এক অংশ অবস বোধ হওয়া ইত্যাদি
রক্তক্ষরনের ফলে মস্তিস্কের এক বা একাধিক অংশ নিস্ক্রিয় হয়ে পড়ে ফলে দেহের এক বা একাধিক অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে। খুব বেশি অংশ নিস্ক্রিয় হয়ে গেলে মৃত্যুও হতে পারে।
কারো মাঝে স্ট্রোকের লক্ষণ দেখা গেলে রোগীকে উচ্চরক্তচাপের প্রাথমিক চিকিৎসা। প্রদান করে দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে।