নিরাপদ চিকিৎসা, রক্ত ও হৃদরোগ

হার্টব্লক  ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

হার্টব্লক 

হার্টব্লক বলতে হার্টের কভাকটিং সিস্টেমের প্রতিবন্ধকতাকে বোঝানো হয়। তবে আমাদের দেশের জনগন হার্ট ব্লক বলতে হার্টের রক্তনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়াকে বোঝে। ব্যাপারটিকে করনারী হার্ট ব্লক বলা হয়। রক্তে চর্বির মাত্রা বেশি থাকলে তা হার্টের রক্তনালীতে জমে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। ফলে হার্টের কিছুকিছু অংশ পর্যাপ্ত রক্ত সরবরাহ লাভ করে না। করোনারী ব্লক এর প্রধান লক্ষণ বুক ব্যথা ও শ্বাসকষ্ট তবে অনেক ক্ষেত্রেই মারাত্নক পর্যায়ে না পৌছালে লক্ষণ প্রকাশ পায় না। তাই রোগীর উচ্চরক্তচাপ ও স্থূলতা থাকলে হার্টব্লক আছে কিনা তা পরীক্ষা করতে হবে। বয়স ৪০ এর বেশি হলেই বছরে অন্তত একবার হার্ট এর পরীক্ষা করাতে হবে ।

হার্ট ব্লক এর রোগীকে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ সেবন করতে হবে। নইলে হার্ট এটাক বা হার্ট ফেউলুর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *