গাছপালা

তালিশপত্র গাছ (তালিশ, নীলাম্বর, ধাত্রীপত্র, ওকার)

তালিশপত্র

প্রচলিত নাম : তালিশ, নীলাম্বর, ধাত্রীপত্র, ওকার।

ইংরেজী নাম : Indian silver fir.

বৈজ্ঞানিক নাম : Abies webbiana Lindle.

পরিবার : Pinaceae

পরিচিতি : চির সবুজ বৃক্ষ ১৬০ মিটার পর্যন্ত উঁচু এবং ৩-১০ মিটার ব্যাস হয়ে থাকে। বাকল ধূসরাভ। পাতা বিভিন্ন আকারের। শাখা ২ থেকে ৪ ধাপে ঘন বিন্যস্ত, পাতা চুকচকে, গাঢ় সবুজ ও ১০ বছর বয়স পর্যন্ত স্থায়ী। পুরুষ ফল ক্যাটকিন, ১.৩-১.৮ সে.মি. লম্বা, উপ-বৃত্তাকৃতি, নলাকৃতি, কচি অবস্থায় লাল বেগুনি রঙের। পরিণত বয়সে খয়েরি, চওড়া পাখার মত শুল্ক এবং গুপ্ত বের হওয়া মঞ্জুরিপত্র। বীজ আয়ত- বিডিম্বাকৃতি, কৌণিক ও খাজ-কাটা পক্ষল।

বিস্তৃতি : বিশেষ করে শীত প্রধান অঞ্চলে জন্যে, ইউরোপ, উত্তর আমেরিকা, কানাডা, ভারতের হিমাচল প্রদেশ, নেপাল, ভুটান। ও বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় কতিপয় গাছ আছে।

ফুল ফোটার সময় : মার্চ-এপ্রিল।

বীজ সংগ্রহের সময় : অক্টোবর।

সাধারণ ব্যবহার : কাঠ পাল্প তৈরী ও আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়। এটি একটি শোভাবর্ধনকারী দুষ্প্রাপ্য বৃক্ষ হিসেবে বাগানে লাগানো হয়।

ব্যবহার্য অংশ : পাতা।

ঔষধি ব্যবহার:

১) পাতার রস লঘু, তীক্ষ্ম, উষ্ণ, কাশ, অরুচি, আমদোষ, অগ্নিমান্দ্য ও ক্ষয়রোগনাশক ।

২) ১ গ্রাম পাতা চূর্ণ গরম পানির সাথে মিশিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হয়।

৩) ১ গ্রাম পরিমাণ পাতা চূর্ণ মধুর সাথে মিশিয়ে খেলে ও কুলি করলে দাঁতের মাড়ি ব্যথা, ফোলা ও ঘা দূর হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *