প্রচলিত নাম : জাম্বুরা, বাতাবী লেবু, মহালেবু
ইংরেজী নাম : Shaddock, Pummelo, Forbidden Fruit
বৈজ্ঞানিক নাম : Citrus grandis (Linn.) Osbeck.
পরিবার : Citraceae
পরিচিতি : মাঝারী আকারের গাছ। বাকল ধূসর সবুজাভ বর্ণের। শাখায় কাটা আছে। পাতা গাঢ় সবুজ ও পুরু, লম্বাটে, ৫-১৫x ২.৫৪.০ সে. মি., ক্রিনেট; বৃন্ত পাখাযুক্ত। পাতার মাঝে সঙ্কুচিত ও খাঁজকাটা আছে। শাখাসমূহ নীচের দিকে ঝুলে থাকে। ফুল সাদা ছোট, ফল বেরি, গ্লোবুজ, গোলাকার, চামড়া পুরু ও ব্যাস ১৫-২০ সে. মি. পর্যন্ত হয়ে থাকে।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
বীজ সগ্রহ : সেপ্টেম্বর-অক্টোবর।
সাধারণ ব্যবহার : টক ফল হিসেবে খাওয়া হয়। কাঠ হালকা ও শক্ত পালিশযোগ্য নয়। তাই জ্বালানী হিসেবে ব্যবহৃত হয় ।