জারুল গাছ
প্রচলিত নাম : জারুল
ইংরেজী নাম : Pride of India, Queen’s Flower
বৈজ্ঞানিক নাম : Lagerstroemia speciosa Pers.
পরিবার : Lythraceae
পরিচিতি : মাঝারী থেকে বড় ধরনের পত্রহরিৎ বৃক্ষ। বাকল সাদা ও ধূসর এবড়ো-থেবড়ো। পাতা সরল, পূর্ণাঙ্গ, প্রতিমূখি, ৫-১৫ ৫৪.০ সে. মি. লম্বাটে, পাতা ডিম্বাকৃতির, অগ্রভাগ সূঁচালো এবং পাতার উভয়দিক মসৃণ চামড়া যুক্ত। ফুল বেগুনী বর্ণের ৫-৭ সে. মি. লম্বা হয়। ফল গোলাকার চ্যাপ্টা ক্যাপসুল, ১.৫-৩.০ সে. মি. লম্বা ও শক্ত ত্বকে আবৃত।
বিস্তৃতি : বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, সিলেট, ঢাকা, ময়মনসিংহ জেলায় বেশী জন্মে। তবে দেশের অন্যত্রও লাগানো হয়।
বীজ সংগ্রহ : ডিসেম্বর-মার্চ।
বীজের ওজন : কেজিতে ১,৫০,০০০-২,৩০,০০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ হালকা লাল অথবা লালাভ বাদামী বর্ণের হয়। কাঠ ভারী, শক্ত, দৃঢ়, টেকসই ও পালিশযোগ্য। পানিতে এ কাঠ টেকসই। ওজন ৬৪০ কেজি/ঘনমিটার। এ কাঠ জাহাজ, লঞ্চ, ট্রলার, নৌকা, ডোঙ্গা, গৃহনির্মাণ, তক্তা, পাইলিং, ব্রীজ, রেলের বগি, মটর লরি, কাইলম চেঁকি, গরুর গাড়ীর নাপা, টার্নেরি ও রেলওয়ে স্লিপার ইত্যাদিতে ব্যবহৃত হয়।