গাছপালা

হলুদ কৃষ্ণচুঁড়া গাছ

প্রচলিত নাম : হলুদ রাধাচূড়া।

ইংরেজী নাম : Rusty shield bearer

বৈজ্ঞানিক নাম : Peltophorum pterocarpum (Dc.) Back.

পরিবার : Leguminosae SF. caeslpiniceae

পরিচিতি : ছোট থেকে মাঝারী আকারের পত্রহরিৎ বৃক্ষ। মুকুট ছড়ানো কলস আকৃতির। বাকল মসৃণ ধূসর। যৌগিক দ্বিপক্ষল, পিনি ৪১৩ জোড়া, পত্রক ১০-১৩ জোড়া, ১.২-২.০ ও ০.৬-০.৮ সে. মি. লম্বাটে সরু ও উভয় দিক গোলাকা ফুল হলুদ, প্রান্তীক, খাড়া পেনিকেল বা ছড়াতে বিদ্যমান থাকে। এবং পেনিকেল ৪৫ সে. মি. পর্যন্ত লম্বা হয়। ফল পড ১০-১২১.৫-১.৮ সে.মি. চ্যাপ্টা পাখাযুক্ত বেগুনি বা বাদামী বর্ণের হয়। এটা দ্রুত বর্ধনশীল গাছ।

বিস্তৃতি : বাংলাদেশে শোভা বর্ধনকারী।

ফুল ফুটে : মার্চ-মে।

বীজ সংগ্রহ : আগস্ট সেপ্টেম্বর

বংশবিস্তার : বীজ ও পলিব্যাগ চারার মাধ্যমে।

সাধারণ ব্যবহার : ভিতরের কাঠ লালাভ বাদামী বাইরের কাঠ ধূসর সাদা। মোটামুটি শক্ত ভারী উজ্জ্বল ও দৃঢ়। শোভাবর্ধনকারী ফুলের গাছ হিসেবে রাস্তার পাশে ও উদ্যানে লাগানো হয়। এ ছাড়া কাঠ কেবিনেট কাজেও ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *