গাছপালা

হলদু গাছ

প্রচলিত নাম : হলদু

ইংরেজী নাম : Haldu

বৈজ্ঞানিক নাম : Adina cordifolia Benth & Hook

পরিবার : Rubiaceae

পরিচিতি : বড় আকারের পত্রমোচী বৃক্ষ। বাকল খুব ভারী, নরম ও ধুসর বর্ণের ও অমসৃণ। পাতা সরল, লেদারি ১০-৩০ সে. মি. লম্বা হয়। পত্রবৃন্ত খুব মোটা এবং ৮-১০ সে. মি. লম্বা হয়। ফুল হলুদ ও বড় আকারের, ফল অসংখ্য ছোট ক্যাপসুলের সমষ্টি।

বিস্তৃতি : টাঙ্গাইল ও ময়মনসিংহের শাল বনে, সিলেট ও চট্টগ্রাম জেলায় পাওয়া যায়।

সাধারণ ব্যবহার : কাঠ শক্ত, দৃঢ় ও ভারী। কাঠ সেগুন কাঠ অপেক্ষা কম টেকসই। কাঠ উত্তম পালিশ নেয় এবং সহজে কাজ করা যায় বিধায় আসাবাবপত্র, ববিন, খোদাই, কৃষি উপকরণ, টার্নেরী ও রেলের বগির ভিতরের ফিটিংস ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *