পিতরাজ গাছ বা রয়না গাছ
প্রচলিত নাম : পিতরাজ, রয়না
ইংরেজী নাম : Pitraj, Royena
বৈজ্ঞানিক নাম : Aphanamixis ploystachya (Wall) R.N. Park.
পরিবার : Meliaceae
পরিচিতি : মাঝারী আকারের চিরসবুজ গাছ। বাকল ধূসর সাদা ও খোসাযুক্ত। পাতা যৌগিক, ইমপেরিপিনেট, ৩০-৬০ সে. মি. লম্বা হয়। ফুল ছোট ও গুচ্ছভাবে জন্মে, পুরুষ স্পাইক পেনিকল এবং পাতার অর্ধেক লম্বা। ফল গোলাকার, ক্যাপসুল ২.৫-৪.০ সে. মি. লম্বা, মসূন ও কমলা বর্ণের হয়। বীজ লাল বাদামী বর্ণের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র। তবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের বনাঞ্চলে বেশী দেখা যায়।
বীজ সংগ্রহ : মার্চ-এপ্রিল।
বীজের ওজন : কেজিতে ৫০০-৬০০টি।
সাধারণ ব্যবহার : কাঠ লাল, শক্ত, ভারী, দৃঢ় ও টেকসই। ওজন ৫৭৭ কেজি/ঘনমিটার। বর্তমানে এ কাঠ ব্যাপকভাবে আসবাবপত্র, গৃহনির্মাণ, দরজাজানালার ফ্রেম, ঘরের আদল-রোয়া, নৌকা ও ট্রলার নির্মাণে ব্যবহৃত হয়।
ঔষধি ব্যবহার :
১) ছালের ক্বাথ কোষ্ঠধারক ও প্লীহা বৃদ্ধি করে।
২) বীজের তেল গেটে বাতের ভাল মালিশ
৩) ছালের ক্বাথ আমাশয় ও জ্বরে ব্যবহার্য ।
৪) রোহিত করিষ্ট তৈরীতে পিতরাজের ছাল ব্যবহৃত হয় এ ওষুধটি প্লীহা, যকৃৎ, উদর গ্রহণী, কমলা, শোথ ও অরুচি প্রশমক।