পিটালী গাছ
প্রচলিত নাম : পিটালী
ইংরেজী নাম : False White Teak
বৈজ্ঞানিক নাম : Trewia polycarpa Linn
পরিবার : Euphorbiaceae
পরিচিতি : মাঝারী থেকে বড় আকারের পত্রঝরা বৃক্ষ। নতুন শাখা শীর্ষ,পাতা ও পুষ্পমঞ্জুরী এক ধরনের তুলাজাতীয় টুমেন্টাম দ্বারা আবৃত থাকে। বাকল ধূসর ও খোসাযুক্ত। পাতা যৌগিক, ৩০-৬০ সে. মি. লম্বা, পত্রক ৯-১৯টি, বিপরীত ও লম্বাটে। পুংস্পাইক পেনিকল, ৩০-৬০ সে. মি. লম্বা। স্ত্রীস্পাইক তুলনামূলকভাবে ছোট। ফুল ছোট, বৃন্তক ও কিছুটা সাদা। ফল ড্রোপ, গ্লোবুজ, ২-৪টি বীজ বিশিষ্ট ও ২.৫-৪.০ সে. মি. লম্বা হয়।
বীজ সংগ্রহ : জুলাই-সেপ্টেম্বর।
বীজের ওজন : কেজিতে ৫৩০০টি।
প্রপ্তিস্থান : বাংলাদেশের সর্বত্র।
সাধারণ ব্যবহার : কাঠ সাদা, নরম, খুবই হালকা এবং ভঙ্গুর। এ কাঠ ড্রাম, জোয়াল, চায়ের বাক্স, কৃষি উপকরণ, প্যাকিং বাক্স এবং ম্যাচ উড হিসেবে ব্যবহৃত হয়।