গাছপালা

রসকাউ গাছ

প্রচলিত নাম : রসকাউ

ইংরেজী নাম : Ros Kau

বৈজ্ঞানিক নাম : Carillia brachiata (Lour) Merr.

পরিবার : Rhizophoraceae

পরিচিতি : ছোট আকারের চিরসবুজ গাছ। গাছটি প্রধান বৈশিষ্ট্য হলো বিপরীত শাখা আছে । পাতা সরল, একান্তর, ৫-১২x ৪-৬ সে. মি. উজ্জ্বল ও নীচে ছোট ছোট দাগ আছে। বাকল ধূসর বা বাদামী বর্ণের। ফুল হলুদাভ সাদা, বৃন্তক, সাইম (Cyme) ও আকারে ছোট। ফল গ্লোবোজ, চ্যাপ্টা, লাল ও মাংসালো।

বিস্তৃতি : চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ এলাকায় পাওয়া যায় ।

বীজ সংগ্রহ : আগস্ট বীজের ওজন : কেজিতে ৯,০০০টি।

সাধারণ ব্যবহার : কাঠ লাল, শক্ত, সিলভার গ্রেন (Grain) যুক্ত,সুন্দর ও মোটামুটি ভারী। উহা গৃহ নির্মাণ, আসবাবপত্র, চেঁকি, কাইল, কৃষি উপকরণ, মেঝে, শিরি, কেবিনেট তৈরী, বর্শার হাতল, ছবির ফ্রেম, সাজানোর কাজে, রেলওয়ে বগি ও ভিনিয়ার পেনেল তৈরীর কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *