রাজকড়ই গাছ
প্রচলিত নাম : চাম্বল, টিকচাম্বল
ইংরেজী নাম : Rajloroi
বৈজ্ঞানকি নাম : Albizia richardiana King.
পরিবার : Leguminosae
পরিচিতি : বৃহদাকার দ্রুতবর্ধনশীল সুন্দর মুকুট বিশিষ্ট বিদেশী গাছ। বাকল ধূসর বা বাদামী বর্ণের। পাতা যৌগিক, দ্বিপক্ষল, রেকিস ১২ সে. মি. লম্বা, পিনি ৪.৫-৭.৫ সে. মি. লম্বা ও ৮-১৪ জোড়া, পত্রক ৬০-১০০ জোড়া ও ০.৬ X ০.১সে. মি., সরু, লম্বা ও বৃন্তহীন। ফুল সুবজাভ সাদা, বৃন্তহীন, পেডাম্বুলেট হেড। ফল পড, ৯-১৩ x ১.৮-২.৩ সে. মি., দৃঢ়, চ্যাপ্টা ও বাদামী ধূসর বর্ণের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র শোভা বর্ধনকারী বৃক্ষ হিসেবে লাগানো হয়।
ফুল ফোটার সময় : জুলাই-আগস্ট।
বীজ সংগ্রহ : মে-জুন।
সাধারণ ব্যবহার : কাঠ সাদা ধূসর ও বাদামী বর্ণের হয়। কাঠ মোটামুটি হালকা, শক্ত ও টেকসই। ভাল পালিশ নেয় না। শোভাবর্ধনকারী বৃক্ষ হিসেবে রাস্তার ধারে ও উদ্যানে লাগানো হয়। এছাড়া কাঠ সস্তা আসবাবপত্র, তক্তা, নির্মাণ কাজ ও জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়।