গাছপালা

গাব গাছ

প্রচলিত নাম : গাব
ইংরেজী নাম : River ebony
বৈজ্ঞানিক নাম : Diospyros peregrina Gaertn
পরিবার : Ebenaceae
পরিচিতি : মাঝারী ধরনের চিরসবুজ গাছ। উচ্চতায় ১০ মিঃ পর্যন্ত হয়ে থাকে এবং ব্যাস ০.৬ মিটার পর্যন্ত হয়। বাকল কালো। ১ম মুকুট পিরামিড আকৃতির। পাতা একান্তর, ৫-২০x ২-৭ সে. মি., সরু লম্বাটে বল্লমাকার এবং উভয় প্রান্ত গোলাকার, সমতলভাবে দুই সারিতে পাতা সজ্জিত থাকে। ফুল ৪-৫ মেরাস ফল বেরি, ১.৫-২.৫ সে. মি. লম্বা, গোলাকার, গ্লোবুজ, মাংসালো ও হালকা লোমে আবৃত। প্রতিটি ফলে ৮টি বীজ হয়।।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
বীজ সংগ্রহ : অক্টোবর-নভেম্বর।
বীজের ওজন : কেজিতে ১৫০-২০০টি। সাধারণ ব্যবহার : কাঠ ধূসর অথবা লালচে সাদা, মোটমুটি শক্ত, দৃঢ় ও খুব ভারী। ওজন ১০৩ কেজি/ঘন মিটার। ভাল পালিশ নেয়। কাঠ গৃহনির্মাণ, নৌকার মাস্তুল তৈরী, নলকূপ তৈরী, কয়লা, টার্নেরি ও খেলনা, খড়ম ইত্যাদি তৈরীতে ব্যবহৃত হয়। ফলে প্রচুর পেকটিন আছে। অপরিপক্ক ফলে প্রচুর ট্যানিন আছে যা মাছের জাল, চামড়া কলপ দিতে ব্যবহৃত হয়। এছাড়া উক্ত ট্যানিন কাপড় কাঠ, বাঁশের ঝুড়ি রংকরণে এবং বই বাইন্ডিং-এ গ্ল হিসেবে ব্যবহৃত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *