শ্বাসতন্ত্রের রোগ

শ্বাসতন্ত্রের রোগের লক্ষণ ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।

Symptoms and treatment of respiratory diseases

শ্বাসতন্ত্রের রোগের লক্ষণ ও চিকিৎসা

রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসতন্ত্রের রোগ বলতে শ্বাসতন্ত্রের অন্তর্গত বিভিন্ন অঙ্গের রোগাক্রান্ত অবস্থাকে নির্দেশ করে।

শ্বাসতন্ত্রের রোগের সাধারণ কারণ

শ্বাসতন্ত্রের রোগসমূহের প্রধান কারণগুলো হলো 

  • জীবাণু: যেমন-ব্যকটেরিয়া, ভাইরাস ইত্যাদি।
  • ধুলোবালি, ফুলের রেণু, পাখির পালক, পশুর ললাম ইত্যাদি অতিক্ষুদ্র বাসাতে ভাসমান বস্তু।
  • ধোয়া ও রাসায়নিক পদার্থ ।
  • ধুমপান । ইত্যাদি ।

প্রতিরোধের সাধারণ উপায় 

  • নোংরা হাতে মুখ মোছা থেকে বিরত থাকা।
  • হাঁচি কাশি দেয়ার সময় রুমাল ব্যবহার করা এবং হাঁচি-কাশির পর সাবান দিয়ে হাত ধুয়ে ফেলা।
  • ধুলোময় স্থান এড়িয়ে চলা প্রয়োজনে নাকে-মুখে মাস্ক ব্যবহার করা।
  • ধুমপান পরিহার করা।
  • শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত রোগীর নিকট থেকে নিরাপদ দুরত্ব (দুই -তিন ফুট) বজায় রাখা।
  • শ্বাসতন্ত্রের রোগ দেখা দিলে তা দ্রুত চিকিৎসা করানো।
  • যে সকল রোগ প্রতিরেধ টিকা রয়েছে তা দেয়া।

শ্বাসতন্ত্রের সমস্যার প্রধান প্রধান লক্ষণ সমূহ 

  • জ্বর
  • হাঁচি
  • কাশি
  • গলায় খুসখুসি ভাব
  • শ্বাস কষ্ট
  • সায়ানোসিস।
  • বুক ব্যথা। ইত্যাদি।

কখন রোগীকে হাসপাতালে পাঠাতে হবে

১. জ্বর, কাশি ও শ্বাসকষ্ট

২. সায়ানোসিস দেখা গেলে।

৩. অবিরাম কাশি যার ফলে শ্বাস নিতে সমস্যা হয়।

৪. কাশির সাথে মারাত্বক শ্বাসকষ্ট।

৫. কাশির সাথে সহজে দৃশ্যমান রক্ত আসা।

৬. কাশির সাথে মারাত্বক বুকে ব্যথা।

৭. কাশির সাথে উচ্চ জ্বর থাকলে।

৮. কাশি ৩ সপ্তাহের বেশী হলে।

৯, ঔষধজ চিকিৎসায় ২৪-৪৮ ঘন্টার মধ্যে রোগীর উন্নতি না হলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *