গাছপালা

রিঠা গাছ

প্রচলিত নাম : রিঠা

ইংরেজী নাম : Ritha, Soap plant

বৈজ্ঞানিক নাম : Sapindus mukorossi Gaertn.

পরিবার : Sapindaceae

পরিচিতি : বড় আকারের পত্রঝরা বৃক্ষ। বাকল ধূসর সাদা ও আঁইশযুক্ত (Scaly)। পাতা যৌগিক একান্তর ১৩-৩০ সে. মি. লম্বা হয়। পত্রক ১২-২০ টি, একান্তর, ৮-১৫ x ২৫ সে. মি.। ফুল প্রান্তীয় পেনিকল সাদা বর্ণের হয়। ফল গ্লোবুজ, ড্রপ, মাংসালু, টুমেন্টস ও একটি বীজ আছে।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র বিক্ষিপ্তভাবে দেখা যায়।

সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভ-সাদা, শক্ত ও দৃঢ়। বিবিধ নির্মাণ কাজে, খুঁটি, তেলের ঘানিতে ব্যবহার হয়। ফলে সেপুনিন আছে বিধায় সাবানের বিকল্প হিসেবে কাপড় ধোয়ার জন্য ব্যবহৃত হয়। মূলের বিকল্প থাকলেও সেপুনিন আছে এবং উহাও সাবানের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *