গাছপালা

যষ্ঠিমধু গাছ

প্রচলিত নাম : যষ্ঠিমধু

ইংরেজী নাম : Liquoria

বৈজ্ঞানিক নাম : Glyciyrrhiza glabra Linn.

পরিবার : Fabaceae

পরিচিতি : যষ্টিমধু বহু বর্ষজীবী গুল্ম। এটি দেড় মিটার পর্যন্ত উঁচু হয়। এর পাতা যৌগিক, পত্র চার থেকে সাত জোড়া। এর ফুল হাল্কা বেগুনী রঙের হয়। কাণ্ড বহু শাখাবিশিষ্ট সরল ও নরম। ফুল থেকে যে ফল হয় তা ১-৩ সেন্টিমিটার আন্দাজ লম্বা ও চ্যাপ্টা আকারের হয়। ফলের গা কাটার মতো ঘন রোয়ায় ঢাকা। শিকড় সংলগ্ন অনেকগুলো কাণ্ড মাটির নীচ থেকে জন্মে।

বিস্তৃতি : ইতালি ও স্পেইনের ধানের ক্ষেতে আগাছা হিসাবে প্রচুর পরিমাণে এই উদ্ভিদটি জন্মে। তাছাড়া ইরাক, পারস্যে ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়।

ব্যবহার্য অংশ : মূল।

ঔষধী ব্যবহার :

১) উৎকৃষ্ট যষ্টিমধু দুগ্ধের সাথে পান করলে বেশ রসায়নের কাজ করে।

২) যষ্ঠিমধু ও কিসমিস দুগ্ধসহ পান করলে মূত্ররোগে আরাম হয়।

৩) শ্বেত চন্দন ও যষ্টিমধু দুগ্ধে পেষণ করে পান করলে রক্ষবমন নিবৃত্তি হয়।

৪) মধুর সাথে যষ্ঠিমধু চুর্ণ সেবন করলে পান্ডুরোগে আরাম হয়।

৫) ইহা চিনি ও জলের সাথে পান করলে হৃদরোগে আরাম হয়।

৬) ইহা ছত্রাক ও ব্যাক্টেরিয়াজনিত জীবাণু প্রতিরোধ করতে সক্ষম।

৭) কাশি, গলায় ব্যথা ও মৃগীরোগে যষ্ঠিমধু খুব উপকারী।

৮) ঔষধের তেঁতো স্বাদ দূর করার জন্য ঔষুধের সঙ্গে যষ্ঠিমধু ব্যবহার করা হয়। সাধারণ ব্যবহার ও যষ্ঠিমধু চিবিয়ে তার রস চুষে খেতে হয়। এটি মিষ্টি পদার্থ। তাই অনেকে পানের সঙ্গে এক টুকরো যষ্ঠিমধু মিশিয়ে খেয়ে থাকেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *