গাছপালা

রেইন্ট্রি গাছ

প্রচলিত নাম : রেন্ড্রি কড়ই

ইংরেজী নাম : Rain Tree, Monkey Pod

বৈজ্ঞানকি নাম : Samania Saman (Jacq.) Merr.

পরিবার : Leguminosae S.E. Mimosoideae

পরিচিতি : বৃহদাকার পত্রঝরা বিস্তৃত মুকুটসম্পন্ন বৃক্ষ, ৩-৫ মিটার পর্যন্ত উঁচু হয়। কাণ্ডের ব্যাস ২-৩ মিটার পর্যন্ত হয়। বাকল গাঢ় ধূসর ও কালো। পাতা গাঢ় সবুজ, যৌগিক, দ্বিপক্ষল, রেকিস ১০-১৫ পর্যন্ত লম্বা হয়, উপপত্র ১২টি এবং ২০ সে. মি. আকারের। ফুল হলুদ। ফল পড়, ২.৫-৫ x ১.২-২.৫ সে. মি. আকারের। ফুল হলুদ। ফুল পড, ১২-২২ x ১.৫ সে. মি. সাইজের হয়। অতি দ্রুত বর্ধনশীল গাছ ।

বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্রই লাগানো হয়। এর আদিবাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। বাংলাদেশের সবধরনের মাটিতে জন্মে । সাধারনতঃ সড়কের পাশে বেশী লাগানো হয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলাসমূহে স্যাঁতস্যাঁতে স্থানে এ গাছ ব্যাপকভাবে লাগানো হয়।

ফুল ফোটার সময় : মার্চ-অক্টোবর।

বীজ সংগ্রহ : মে-জুন।

বীজের ওজন : কেজিতে ৪৪০০-৭৭০০টি।

সাধারণ ব্যবহার : সারকাঠ হালকা বাদামী বর্ণের, মোটামুটি শক্ত, দৃঢ়, হালকা ও ওজন ৪৩৭ কেজি/ঘনমিটার। এ কাঠ পালিশ নেয় বিধায় সস্তা আসবাবপত্র নির্মাণে ব্যপকভাবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ঘরবাড়ী, দরজা-জানালা, ঘরের তৈজসপত্র, খোদাই কাজ, নৌকা, ট্রলার ও লঞ্চ নির্মাণে ব্যবহৃত হচ্ছে। এ কাঠ জ্বালানী হিসাবে উত্তম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *