গাছপালা

রাধাচুঁড়া গাছ

প্রচলিত নাম : রাধাচুড়া

ইংরেজী নাম : Radha chura

বৈজ্ঞানিক নাম : Caesalpinia pulcherrima Sweet.

পরিবার : Leguminosae S.F. Caesalpiniaceae

পরিচিতি : গুল্ম অথবা ছোট আকারের বৃক্ষ। উচ্চতায় ৫-৮ মিটার পর্যন্ত হয়। বাকল গাঢ় ধূসর বর্ণের। পাতা যৌগিক, ৬-৯ জোড়া পিনি (Pinnae) রেকিস ১৮-২৫ সে.মি. লম্বা, পত্রক ৮-১২ জোড়া ও ০.৮-১.৫ সে. মি. কৃষ্ণচূড়ার পাতা থেকে প্রশস্ত। ফুল কমলা ও হলুদ বর্ণের । রেসিম, পাক্ষিক। ফল পড ও চ্যাপ্টা ফুল সারা বছর ফুটে।

বিস্তৃতি : বাগান, সড়কের পাশে ও উদ্যানে দেখা যায়।

বীজ সংগ্রহ : নভেম্বর-ডিসেম্বর।

সাধারণ ব্যবহার : সার কাঠ শক্ত, হালকা ও দৃঢ়, তেমন উল্লেখযোগ্য ব্যবহার নাই। তবে ফুল শুশোভিত শোভাবর্ধনকারী গাছ হিসেবে বাগানে লাগানো হয়।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *