মূর্তা গাছ
প্রচলিত নাম : মুর্তা
ইংরেজী নাম : Murta
বৈজ্ঞানিক নাম : Clinogyne dichotoma
পরিবার : Marantaceae
পরিচিতি : এটি একটি গুল্মজাতীয় গাছ, প্রকৃত কোন কান্ড নাই। উচ্চতায় ২-৩ মিটার হয়। একটি মুথা থেকে ঝাড়ের মত অনেক গাছ। বা শাখা বের হয়। পাতা ঘন সবুজ বা উজ্জ্বল। গাছের বাকল সবুজ। নীচু জায়গায় ভাল জন্মে। এটাকে পাটিপাতা গাছ বলে। কাটিং ও মুথা থেকে বংশ বিস্তার হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র। তবে সিলেট, বরিশাল অঞ্চলে শীতল পাটি তৈরীর জন্য বেশী চাষ করা হয় । ব্যবহার : শীতল পাটি তৈরী, মাদুর, ঝুড়ি, রশি ইত্যাদিতে ব্যবহৃত হয়।