গাছপালা

পুত্ৰাঞ্জীবা গাছ

প্রচলিত নাম : পৃত্রাঞ্জীভা

ইংরেজী নাম : Putranjib

বৈজ্ঞানিক নাম : Putranjiva roxburghii Wall.

পরিবার : Euphorbiaceae

পরিচিতি : ছোট আকারের ৮-১২ মিটার উঁচু চিরসবুজ বৃক্ষ। শাখা নীচের দিকে ঝুলন্ত অবস্থায় থাকে। বাকল গাঢ় ধূসর। পাতা পূর্ণাঙ্গ, সরল, একান্তর ৩-৮x ২.৫-৩.৫ সে. মি. ডিম্বাকৃতি লম্বাটে, উজ্জ্বল ও পত্র ফলকে কিনারে খাঁজ কাটা আছে। পত্রবৃন্ত ৫-৭ মি. মি. লম্বা, সাদা ধূসর। ফুল পাপড়িহীন, ছোট সবুজাভ হলুদ, কাক্ষিক ও গুচছভাবে থাকে। ফল ড্রোপ, ২.০ সে. মি. লম্বা, ডিম্বাকৃতি বা গ্লোবুজ।

বিস্তৃতি : সাধারণত নীচু, নালা ও নদীর ধারে জন্মে। বাংলাদেশের রাস্তার পাশে লাগানো হয়।

বংশ বিস্তার : বীজ ও পলিব্যাগ চারার মাধ্যমে।

বীজ সংগ্রহ : জানুয়ারী-ফেব্রুয়ারী।

সাধারণ ব্যবহার : কাঠ ধূসর সাদা, উজ্জ্বল, শক্ত, দৃঢ় ও ভারী। এ কাঠ কম টেকসই হয়। পাতা ও ফলের দানা ঠাণ্ডা ও জ্বরের ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। পাতা উত্তম পশুখাদ্য। কাঠ যন্ত্র টার্নি ও নির্মাণ কাজে ব্যবহার হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *