প্রচলিত নাম : পুনর্নবা
ইংরেজী নাম : Hog Weed
বৈজ্ঞানিক নাম : Boerhavia diffusa Linn.
পরিবার : Nyctaginaceae.
পরিচিতি : আমাদের দেশে পুনর্ণবা গাছ সাধারণতঃ তিন শ্রেণীর। তিন শ্রেণীর পুনর্ণবা চেনা যায় ফুলের রং দেখে, তিনটি রং হলো: শ্বেত, নীল ও রক্তবর্ণ। এদেশীয় বৈদ্যরা শ্বেত পুনৰ্ণার গুণ সম্পর্কে বৈদ্যশাস্ত্রে বারবার উল্লেখ করে গেছেন। পুনর্ণবা ঘন শাখাযুক্ত কিছুটা লতানো গাছ। গাছের চেয়ে শেকড় অনেক নোটা হয়। মূল বা শেকড় কাঠের মতো শক্ত হয়। গাছ লতিয়ে মাত্র ৩ ফুট লম্বা হয়। পাতা পুরু এবং আগার দিক নোটা। পাতা আধা থেকে এক ইঞ্চি পর্যন্ত বড় হয়, কিছুটা গোলাকার। রক্ত পুনর্ণবার ডাটা ও ফুল লাল বর্ণের হয়ে থাকে। রক্ত পুনর্ণবার চেয়ে কিছুটা বেশি লম্বা হয়। আর রক্ত পুনর্ণবা লতার রস শ্বেত পুনর্ণবার চেয়ে বেশি তিতা। আমাদের দেশের প্রায় সর্বত্রই পুনর্ণবা গাছ দেখতে পাওয়া যায়। বিভিন্ন পতিত জমিতে নিজে থেকেই পুনর্ণবার চারা জন্মায়। সচরাচর ঠাণ্ডা স্থান ও সারের গাদা পুনর্ণবা গজানোর উপযুক্ত জায়গা।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র।
চাষাবাদ : ফুল লোমযুক্ত ও শ্বেত বর্ণের। ফল আধা ইঞ্চি লম্বা ও গোলাকার হয়। বিচির আকার নটেশাকের বিচির মত। গরম মৌসুমে লতা শুকিয়ে গেলেও এর মূল অনেকটা মাটির তলায় কাঁচা অবস্থায় থাকে এবং বর্ষার পানি পেয়ে তা থেকে গাছ গজিয়ে ওঠে। শীতের সময় গাছে ফুল ও পরে ফল ধরে!
ঔষধি ব্যবহার :
১) গনোরিয়া : আধুনিক এ্যালোপ্যাথিক চিকিৎসকরা বিভিন্ন দেশে পরীক্ষা করে দেখেছেন, পুনর্ণবার শেকড় মূত্রাশয়ের ওপর ভাল কাজ করে। তার প্রধান কারণ হচ্ছে মূত্রাশয়ের মধ্য দিয়ে চলাচলের জন্য এটা উৎকৃষ্ট ঔষুধ বলা চলে। কাজেই পুনর্বার শেকড় বেটে চার চামচ পরিমাণ রস দিনে একবার করে খেলে এ রোগ ভাল হয়ে যায়।
২) রক্ত প্রদরে : পুনর্ণবার কচি পাতার ও ডাটার ৪ চামচ রস এবং ২ চামচ রস এবং ২ চামচ মধু একসঙ্গে মিশিয়ে সকালে একবার করে খেলে এ রোগ উপশম হয়।
৩) কুষ্ঠ রোগে : পাঁচ গ্রাম পরিমাণ পুনর্ণবার মূল, সামান্য পানির সঙ্গে বেটে, চার চামচ গরুর দুধের টক দই-এর সঙ্গে মিশিয়ে, সকাল ও সন্ধ্যায় দিনে দুবার প্রলেপ দিতে হবে। দীর্ঘদিন নিয়মিত ব্যবহার করলে সুফল পাওয়া যাবে।
৪) হাত বা পা সামান্য ফুললে : পুনর্ণবা গাছের ৫০ গ্রাম কচি পাতা তিন কাপ পানিতে সেদ্ধ করে , এক কাপ থাকতে আগুন থেকে নামিয়ে তাতে পরিমাণ মত সৈন্ধব লবন মিশিয়ে, রুটির সঙ্গে খেলে সুফল পাওয়া যায় ।
৫) অনিদ্রায় : ১০ মি. লি. পুনর্ণবার কৃাথ খেলে রাতে ভালো ঘুম হয়।
৬) ছোট অথবা বড় ইদুরে কামড়ালে : আড়াই গ্রাম শ্বেত পুনর্ণবার মূল দুচামচ মধু মিশিয়ে দিন দুবার করে তিন দিন খেলে বিশদোষ নষ্ট হবে।
৭) দেহের কোন অঙ্গ ফুলে গেলে : কোন কারণে হাত, পা, মুখ ইত্যাদি ফুলে গেলে পুনর্ণবার তেল মাখলে ফোলা চলে যায়।
৮) পুনর্ণবার তৈল তৈরীর নিয়ম : এর তেল তৈরী করতে হলে পূনর্ণর্বর শেকড়ের কূথ ১০ মি লিঃ লবঙ্গ ৫-৭ টি দারচিনি ২ গ্রাম, বড় এলাচ-১টি এগুলো ভালোভাবে গুঁড়ো করে, ২০ মিঃ লিঃ খাঁটি সরষে তেলে একদিন ভিজিয়ে রাখলেই পুনর্ণবার তেল হয়ে যাবে।