প্রোপ্রোস্টেট ক্যান্সার
বর্তমানে প্রোপ্রোস্টেট গ্ল্যান্ড এর ক্যান্সার আশংকাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে। এর সুনির্দিষ্ট কোন কারন নেই। তবে বংশগত প্রভাব থাকতে পারে। সাধারণত ৪০ বছর বয়সের পর এ ধরনের সমস্যা হয়ে থাকে। যাদের বি.এইচ.পি রয়েছে তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। প্রোপ্রোস্টেট ক্যান্সার হলে প্রস্রাবে সমস্যা (যেমন- প্রস্রাব ধীর গতিতে বের হওয়া, প্রস্রাবের জন্য চাপ দিলে প্রবাহ হ্রাস পাওয়া, সন্তোষজনক না হওয়া, প্রস্রাবের পর ফোটায় ফোটায় পড়া ইত্যাদি) তলপেটে বেদনা, মলত্যাগের সময় বেদনা, বিভিন্ন অস্থি ও সন্ধিতে বেদনা ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে।
উপরোক্ত সমস্যা দেখা দিলে রোগীকে দ্রুত একজন ইউরোলজিস্ট কিংবা সার্জারী বিশেষজ্ঞ কিংবা এমবিবিএস চিকিৎসকের নিকট পেরণ করতে হবে।