শীঘ্রপতন বন্ধ করার উপায় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
প্রিমেচিউর ইজাকুলেশন
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে প্রিমেচিউর ইজাকুলেশন (premature ejaculation) বিবাহিত পুরুষদের সমস্যা। প্রিমেচিউর ইজাকুলেশন বলতে বোঝায়। -পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে প্রবেশের ২ মিনিটের মধ্যে (কারো কারো অভিমত ১ মিনিট) বির্যপাত ঘটা। এর বিভিন্ন কারন রয়েছে; যেমন- কোমড়ে সমস্যা, মস্তিস্কের সমস্যা, ডায়বেটিস মেলাইটাস, বৃদ্ধবয়স, মানসিক চাপ ইত্যাদি।
প্রাথমিক চিকিৎসা
সাধারন ব্যবস্থাপনা
মানসিক চাপ মুক্ত থাকতে হবে।
অপুষ্টি দূর করতে হবে।
ডায়বেটিস, হাইপারটেনশন নিয়ন্ত্রনে রাখতে হবে।
ঔষধ ১) এন্টিডিপ্রেসেন্ট
= জেনেরিক: ড্যাপোক্সেটিন (dapoxatine) । # ব্র্যান্ড: ডেপপাক্সেন-৩০ (dapoxen) প্রস্তুতকারক: অপসোনিন। ॥ ডোজ: শারিরীক সম্পর্কের ২-৩ ঘন্টা পূর্বে ।
এ ধরনের ঔষধের মারাত্নক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাই খুব সাবধাণতার সাথে ঔষধ প্রয়োগ করতে হবে। বিশেষত যাদের হাইপারটেনশন, হার্টের সমস্যা, এজমা, এপিলেপ্সি আছে তাদের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। নিম্ন লিখিত ঔষধটির সাথে অনেক ঔষধের ইন্টেরেকশন আছে বিধায় খুব ভাল করে যেনে বুঝে ঔষধ প্রয়োগ করতে হবে। উপরোক্ত ঔষধে কাজ না হলে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করতে হবে।