চোয়ালের ব্যথা কমানোর উপায় ও সকল পদ্ধতির ডাক্তারদের বক্তব্য।
চোয়াল নাড়াচাড়ায় সমস্যা
দাঁতের ইনফেকশন, টনসিলের ইনফেকশন, আঘাত, প্যারোটিড গ্ল্যান্ড ইনফেকশন, মাস্টয়েড প্রসেস ইনফেকশন ইত্যাদি কারণে চোয়াল নাড়াচাড়ায় বেদনা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় রোগী চোয়াল খুলতেই পারে না ( রোগী হা করতে পারে না)। এটি একটি মেডিকেল ইমারজেন্সি রোগীকে দ্রুত হাসাপাতালে বা বিডিএস ডেন্টিস্ট এর নিকট প্রেরণ করতে হবে ।
আবার কখনো কখনো দেখা যায় মুখ খুলে রাখা অবস্থায় চোয়াল আটতে যায় ফলে রোগী চোয়াল বন্ধ করতে পারে না। আঘাত, ত্রুটিপূর্ণভাবে মুখ খুলে রাখা (হাতুরে দন্ত চিকিৎসক কর্তৃক প্রায়ই ঘটে) ইত্যাদি কারনে এটি ঘটতে পারে। এমন অবস্থা দেখা গেলে কখনোই অন্য ব্যক্তি কর্তৃক জোড় পূর্বক মুখ বন্ধ করার চেষ্টা করা যাবেনা। এতে চোয়ালের হাড় ভেঙ্গে যেতে পারে। এ ক্ষেত্রে রোগীকে দ্রুত হাসপাতালে বা একজন বিডিএস চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে।
অনলাইনে আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”problems-with-jaw-movement-alo”]
[videogallery id=”problems-with-jaw-movement-harbal”]