মুখে দুর্গন্ধ থাকা
মুখে দুর্গন্ধ থাকার অন্যতম প্রধাণ কারণ দাঁতের গোড়ার ইনফেকশন। এছাড়াও পরিপাক তন্ত্রের ও গলার সমস্যাতেও মুখে দুর্গন্ধ হতে পারে।
প্রাথমিক চিকিৎসা
সাধারণ ব্যবস্থাপনা।
১। মুখের পরিচ্ছন্নতা বজায় রাখা, নিয়মিত সঠিক নিয়মে ব্রাশ করা।
২। কুসুম গরম পানিতে লবন দিয়ে ভালকরে কুলি করা দিনে ৩-৪ বার।
৩। ভিটামিন সি সমৃদ্ধ খাবার (যেমন-লেবু) খাওয়া।
৪। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার খাওয়া।
ঔষধ
১) এন্টিবায়োটিক
ক) জেনেরিক: এমক্সিসিলিন (amoxicillin)
। ০ ব্রান্ড: ফাইমোক্সিল (Fimoxyl) ০ ডোজ:
। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে (১২ বছরের উদ্ধে) :
৫০০ মিগ্রা দিনে তিনবার। শিশু: শিশুদের ক্ষেত্রে সিরাপ । ৫-১২ বছর :
১.৫ চামচ থেকে ২ চামচ সিরাপ দিনে তিন বার
| ৭ দিন। খ) জেনেরিক: মেট্রোনিডাজল;
ব্রান্ড – ফিলমেট; (filmet) প্রস্তুতকারক-বেক্সিমকো ডোজ : প্রাপ্ত বয়স্ক : প্রতিবার ৪০০ মিগ্রা দিনে তিনবার ৫-৭
দিন। ২) মাউথ ওয়াস (প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে)
। জেনেরিক: পভিডন আয়োডিন মাউথ ওয়াস
ব্র্যান্ড-ভয়োডিন মাউথ ওয়াস, প্রস্ততকারক: স্কয়ার
ডোজ: ৫-১০ মিলি ঔষধ মুখে নিয়ে ভালভাবে কুলকুচি করা।
গ) টুথপেষ্ট: মেডিপ্লাস ডিএস টুথপেষ্ট। সকালে নাস্তার পর ও রাতে খাবার পর ব্রাশ করতে হবে।
পরবর্তীতে রোগীকে একজন বিডিএস দন্ত চিকিৎসকের নিকট প্রেরণ করতে হবে ।
আমাদের অবিজ্ঞ দাক্তারদের থেকে পরামর্শ নিতে এখানে ক্লিক করুন এপয়েন্টমেন্ট
[videogallery id=”bad-breath-alo”]
[videogallery id=”bad-breath-harbal”]