জালি বেত বা জাইবেত গাছ
প্রচলিত নাম : জালি বেত
ইংরেজী নাম : Jali bet
বৈজ্ঞানিক নাম : Calannuus guruba Ham.
পরিবার : Palmae
পরিচিতি : কাণ্ডের বেড় ১.৬-২.২ সে. মি.। পর্বগুলি স্পষ্ট। পর্ব মধ্যের দৈর্ঘ্য ২১.৫-২৯.৫ সে. মি.। পাতার দৈর্ঘ্য ১.০-১.২ মিটার। ফ্লাজিলামের দৈর্ঘ্য ১.০-২.৫ মিটার। পত্রক পাতার রেকিস হতে উভয় পার্শ্বে উৎপন্ন হয়। রেকিসের উপর পত্রকগুলি একান্তর বা অলটারনেট (Alternate), তবে রেকিসের অগ্রভাগে পত্রগুলি অনেকটা প্রতিমুখ । পত্রকের দৈর্ঘ্য ২০.০-৩৫.৫ সে. মি. এবং প্রস্থ ১.৯২.৫ সে. মি. ফল অনেকটা গোলাকার তবে একটু লম্বাটে মনে হয়। ফলের গোড়া এবং আগায় দুইপ্রান্তে যথাক্রমে সরু বোটা ও ঠোট থাকে। পাকা ফলের রং হালকা বাদামী অনেকটা শুকনা খড়ের মত । কিনারা বাদামী। পাকা অবস্থায় একটি পরিপক্ক ফলের দৈর্ঘ্য, ব্যাস ও ওজন যথাক্রমে ১.৫-২.০ সে. মি., ১.৩-২.০ সে.মি. ও ০.৫-০.৬ গ্রাম। ফল পাকার সময় জুন মাস। ফল পাকার পরপরই ফুল ফোটে। বৎসরে একবার মাত্র ফুল ও ফল হয়। বেশীরভাগ ক্ষেত্রে একটি ফলে একটি বীজ হয়।
বিস্তৃতি : গ্রামাঞ্চলে প্রচুর ঝাড় রয়েছে। বনাঞ্চলে ছড়ার পাশে কিছু ঝাড় দেখা যায়। অপেক্ষাকৃত ভিজা জায়গাতে এই বেতের ঝাড় দেখা যায়।
বীজ সংগ্রহ : মে- জুন।
বংশ বিস্তার : বীজের পলিব্যাগের চারা ও মোথার মাধ্যমে।
সাধারণ ব্যবহার : বাঁধার কাজে, আসবাবপত্র, টুকরি, ঝুড়ি ইত্যাদি তৈরীতে ব্যবহার হয়ে থাকে।