ভেরেণ্ডা গাছ
ভেরেণ্ডা
প্রচলিত নাম : বাঘ ভেরেণ্ডা, বনভেরেণ্ডা, চান্দা।
ইংরেজী নাম : Barbados Nut, Poison Nut
বৈজ্ঞানিক নাম : Jatropha Curcas Linn.
পরিবার : Euphorbiaceae
পরিচিতি : বড় আকারের গুল্ম জাতীয় গাছ, ৩-৪ মিটার লম্বা হয়। পাতা পর্যায় ক্রমিক ও লম্বা উঁট যুক্ত, পাতা গোলাকার, পত্রফলকের কিনার ৩-৫ খণ্ডে বিভক্ত । লম্বায় ১০-১৫ সে. মি. ও প্রস্থে ৭.৫-১২.৫ সে. মি. হয়। ফুল প্রান্তিয় সাইম, স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয়। ফুলের বর্ণ হলুদাভ সবুজ। ফল গোলাকার কন্টকাকীর্ণ ক্যাপসুল, ১.৩ সে. মি. ব্যাসের হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।
সাধারণ ব্যবহার : ভেরেণ্ডা বীজ থেকে ভেরেণ্ডা তৈল উৎপন্ন হয়। এ তেল রং ও ওষুধে ব্যবহৃত হয়। বাতি জ্বালানোর কাজেও তেল ব্যবহৃত হয়। এছাড়া, শক্ত সাবান ও মোমবাতি তৈরীতে তৈল ব্যবহৃত হয়। বাকল ও বাকলের রস থেকে কালো বা নীল রং তৈরী হয়। পাতা তসর ও মুগা রেশম পোকার খাদ্য ও আশ্রয়ী।