প্রচলিত নাম : ভূই কদম।
ইংরেজী নাম : Bhotum
বৈজ্ঞানিক নাম : Hymenodictyon excelsum Wall
পরিবার : Rubiaceae
পরিচিতি : বড় আকারের পত্রহরিৎ বৃক্ষ ১৫ মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা বিপরীত, ডিম্বাকৃতির, ১৫-৩০X ৬-১৫ সে. মি. লম্বা। ফুল সবুজাভ সাদা থোকায় থোকায় শাখার অগ্রভাগে জন্মে। ফল ক্যাপসুল, ২ সে. মি. লম্বা হয় ।
প্রাপ্তিস্থান : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম, টাঙ্গাইল ও ময়মনসিংহ।
সাধারণ ব্যবহার : নীচের ও ভিতরের আবরণের জন্য এ কাঠ ব্যবহৃত হয়। এছাড়া খেলনা, স্কাববোর্ড, রোলার, ববিন, সস্তা আসবাবপত্র, প্লাইউড, চায়ের বাক্স, ম্যাচকাঠি, জ্যামিতিক সরঞ্জাম, পেন্সিল, ড্রাম, ছবি ও স্লেটের ফ্রেম তৈরীতে ব্যবহৃত হয়। বাকল থেকে ট্যানিন ও পাতা থেকে রং তৈরী হয়।