গাছপালা

ভেলা গাছ

প্রচলিত নাম : ভেলা

ইংরেজী নাম : Bhela

বৈজ্ঞানিক নাম : Semicarpus anacardiuni Linn.

পরিবার : Anacardiaceae

পরিচিতি : মাঝারী আকারের পত্রবারা বৃক্ষ। পাতা পূর্ণাঙ্গ, সরল, একান্তর, গুচ্ছভাবে শাখাশীর্ষ বিদ্যমান, ২০-৬০ x ১০-৩৫ সে. মি., বড় ডিম্বাকৃতির লম্বাটে এবং পত্ৰশীর্ষ গোলাকৃতির হয়। পেনিকল প্রান্তীয়। ফুল বৃন্তক, ফল ড্রোপ, প্রায় ২.৫ সে. মি. লম্বাটে আমের মতো আকারের হয়।

প্রাপ্তিস্থান : বাংলাদেশের পত্রহরিৎ বনাঞ্চলে দেখা যায়।

সাধারণ ব্যবহার : কাঠ অনেকটা আমের মতো। মোটামুটি শক্ত, দৃঢ় ও ভাল পালিযোগ্য নয়। নির্মাণ কাজে, সস্তা আসবাবপত্র, তক্তা ও প্যাকিং বক্স ইত্যাদি কাজে ব্যবহৃত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *