বন সোনালু গাছ
প্রচলিত নাম : বন সোনালু
ইংরেজী নাম : Pink Cassia, Pink mohur
বৈজ্ঞানিক নাম : Cassia nodosa Buch-Ham
পরিবার : Leguminosae
পরিচিতি : মাঝারী আকারের চিরসবুজ গাছ ১৫ মিটার পর্যন্ত উঁচু হয়। বাকল মসৃণ ও ধূসর বাদামী বর্ণের। নতুন শাখা সাদাভ ও সিল্কি বর্ণ দেখায়। পাতা পেরিপিনেট, রেকিস ৫-২৯ সে. মি. লম্বা, পত্রক ৪-১০ জোড়া; ৪-১২ ও ২-৫ সে.মি. লম্বাটে বল্লমাকৃতির হয়। ২.০ সে. মি. সিলিন্ডার আকৃতির, মসৃণ ও পাকলে কালো হয়।
বিস্তৃতি : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী অঞ্চল।
ফুল ফোটর সময় : মে-জুন।
বীজ সংগ্রহ : ডিসেম্বর-জানুয়ারী।
সাধারণ ব্যবহার : শোভা বর্ধনকারী গাছ হিসাবে বাগানে, রাস্তার ধারে লাগানো হয়। কাঠ নির্মাণ কাজ ও খুঁটি হিসাবে ব্যবহৃত হয়।