বনসুম গাছ
প্রচলিত নাম : বনসুম
ইংরেজী নাম : Bansum
বৈজ্ঞানিক নাম : Phoebe attenuata Linn
পরিবার : Lauraceae
পরিচিতি : বড় আকারের গাছ। বাকল গাঢ় ধূসর, কাগজের মতো খোসা দ্বারা ঢাকা। নতুন শাখা মরিচা বর্ণের। শাখাশীর্ষে পাতাসমুহ গুচ্ছভাবে থাকে। পাতা ১২-২৫ ও ৪-৮ সে. মি. আকারের লম্বাটে, বর্শাকৃতির ও পূর্ণাঙ্গ। ফল শক্ত, ০.৮-১.০ সে. মি. লম্বা ডিম্বাকৃতির হয়।
বিস্তৃতি : বাংলাদেশের সকল বন এলাকায় জন্মে।
সাধারণ ব্যবহার : কাঠ হলুদাভ সাদা, শক্ত, দৃঢ় ও টেকসই। কাঠ নির্মাণ কাজে ও জ্বালানী কাজে ব্যবহৃত হয়।