প্রচলিত নাম : বড় মেহগনি
ইংরেজী নাম : Mehagani
বৈজ্ঞানিক নাম : Swietenia macrophylla King
পরিবার : Meliaceae
পরিচিতি : বড় আকারের চিরসবুজ গাছ, ৩০ মিটার পর্যন্ত উঁচু ও ২ মিটার পর্যন্ত ব্যাসের হয়ে থাকে। বাকল ধূসর ও লম্বালম্বি ফাটলযুক্ত। পাতা যৌগিক ও ৪ জোড়া পত্রক বিশিষ্ট। পাতার আকার সাধারণ মেহগনি গাছ থেকে বড় হয় এবং ইহাই দুটি গাছের পার্থক্য বুঝায়। এ গাছটির আদিবাস হন্ডুরাসে। মেহগনি থেকে বড় মেহগনি গাছ উচ্চতায় ছোট হয়। এ গাছ স্যাঁতস্যাতে জায়গায় ভাল হয় এবং শুকনো জায়গায় ভাল বৃদ্ধি পায় না। গাছের গোড়ার দিকে আধমূল থাকে। ফুল হরিদ্রাভ হয়।
বিস্তৃতি : দেশের সর্বত্রই লাগান হয়ে থাকে।
সাধারণ ব্যবহার : কাঠ হালকা লাল, মোটামুটি শক্ত, দৃঢ়, টেকসই ও ভাল পালিশ নেয়। ওজন ৫৬১ কেজি/ঘনমিটার। এ গাছের কাঠ মেহগনি কাঠ থেকে হালকা ও নিম্নমানের। কাঠ সাধারণতঃ আসবাবপত্র, জাহাজ নির্মাণ, খুঁটি, গৃহনির্মাণ ও বাদ্যযন্ত্রে ব্যবহৃত হয়।